জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদী হাসানকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। মেহেদী হাসান একসময় বিবিসি ও আলজাজিরায় কাজ করেছেন। বর্তমানে তিনি নিজস্ব সংবাদমাধ্যম জিটিও পরিচালনা করছেন। তার নেওয়া সাক্ষাৎকার সবসময়ই আন্তর্জাতিক মহলে আলোচিত হয়। এর আগে ২০১৭ সালেও তিনি ড. ইউনূসকে সাক্ষাৎকার নিয়েছিলেন। তখন ড. ইউনূস কেবল একজন নোবেলজয়ী ও বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন। তিনি বলেন, ড. ইউনূসের সাক্ষাৎকারে আলোচনার বিষয় ছিল—নির্বাচন কবে হতে পারে, সরকারের মেয়াদ কতদিন চলবে এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভ্রান্তি। সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রয়েছে। বিচার প্রক্রিয়া চলমান থাকায়...