ঢাকা: সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে প্রায় ২৩৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় ২৮ হাজার কোটি টাকারও বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। তবে এ সময়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকসহ মোট ৭টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, রেমিট্যান্স শূন্য থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—রাষ্ট্রায়ত্ত: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিবিশেষায়িত: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকবেসরকারি: আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসিবিদেশি: হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াপ্রতিবেদনে বলা হয়, দেশে মোট রেমিট্যান্স প্রবাহে এ ৭টি ব্যাংকের একেবারেই অনুপস্থিতি উদ্বেগজনক। বিশ্লেষকরা মনে করছেন, এসব ব্যাংকের দুর্বল কাঠামো, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং প্রবাসীদের মধ্যে আস্থার অভাব এর পেছনে বড় কারণ হতে পারে।নিউজজি/এস আর ঢাকা: সদ্য বিদায়ী...