চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জয় পেতে ঘাম ঝরলো চেলসির। বেনফিকার আত্মঘাতী গোলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়লো তারা। ম্যাচের ১৮ মিনিটে নিজেদের জালে বল জড়িয়েছেন বেনফিকার রিচার্দ রিওস। ইনজুরি টাইমে (৯৬ মিনিটে) এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির হোয়াও পেদ্রো। এদিকে নিজেদের মাঠ মেট্রোপলিটানোয় জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচে অ্যাতলেতিকোর পাঁচজন করেছেন ৫ গোল। তৃতীয় গোলটি করেন আঁতোয়া গ্রিজম্যান। এই গোলের মাধ্যমে অ্যাতলেতিকোর প্রথম...