০১ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই দিনই বিসিবি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন সাবেক এই তারকা ক্রিকেটার। এই তালিকায় তামিম নন, এ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদেরই একজন কাউন্সিলর ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে বলেন, সরকারের একটি গোষ্ঠীর হস্তক্ষেপের প্রতিবাদে তাদের এই সিদ্ধান্ত। "বিসিবি নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ চলছে। নির্বাচনের কোনো পরিবেশ এখানে নেই। স্বেচ্ছাচারিতা করা হচ্ছে। নতুন বাংলাদেশে এই ধরনের কোনো নির্বাচন আমরা চাই না।" "সরকারের একটি গোষ্ঠী এখানে হস্তক্ষেপ করছে। আপাতত এটুকুই বলতে পারি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব আমরা।" কিছুদিন আগেই একটি...