এশিয়া কাপ জিতেও যেন বিপাকে ভারত। চ্যাম্পিয়ন হয়েও পাচ্ছে না ট্রফি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দিতে রাজি। তবে সেক্ষেত্রে মানতে হবে তার শর্ত। এবার ভারতকে ট্রফি তুলে দিতে নতুন এক শর্ত দিয়েছেন নাকভি।এসিসি সভাপতি জানিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে দলটির অধিনায়ক সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে তিনি ট্রফি দেবেন না। এমনকি ভারতীয় বোর্ড যদি কোনো প্রতিনিধিও পাঠায় তাহলে তাকেও ট্রফি দেওয়া হবে না। শুধু তাই নয়, ভারত অধিনায়ককে ট্রফি নিতে হলে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরে এসে ট্রফি নিতে হবে।এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা মহসিন নাকভিকে বারবার অনুরোধ করেছিলেন, এশিয়া কাপের ট্রফি যেন ভারতকে দিয়ে দেওয়া হয়। কিন্তু নাকভি প্রথমে বলেন, এটা মিটিংয়ের আলোচ্য বিষয়...