দেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত তিনটি কোম্পানির তৈরি ১০ ধরনের করোনারি স্টেন্টের নতুন দাম আজ ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এর আগে গত ৩ আগস্ট এই তিনটি কোম্পানির ১০ ধরনের স্টেন্টের দাম কমায় সরকার। তাতে এগুলোর দাম তিন হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমে। ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া সচল রাখতে এনজিওপ্লাস্টির মাধ্যমে স্টেন্ট বা করোনারি স্টেন্ট পরানো হয়। প্রচলিত ভাষায় এটি ‘রিং’ হিসেবে পরিচিত। রিংয়ের দাম কমিয়ে পুনঃনির্ধারণ করার বিষয়টি এরইমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রিংয়ের দাম: মেডট্রোনিকের তৈরি রিসলিউট অনিক্সের স্টেন্টের দাম ৯০ হাজার টাকা। আগে এটির দাম ছিল ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। একই কোম্পানির অনিক্স ট্রুকরের দাম ৫০ হাজার টাকা। যা আগে ছিল ৭২ হাজার টাকা। বস্টন...