এই সিনেমার বিশেষত্ব হয়ত অনেকে খুব আলাদা করে শনাক্ত করতে পারেননি। কিন্তু যে কাহিনীটা পরিচালক লীসা গাজী আমাদের সামনে হাজির করেছেন তা আমাদের খুবই চেনা বাস্তবতা; আবার এ কথা ভাবতেও প্ররোচিত করে যে, সাধারণ বিষয় নিয়েও চমৎকার শিল্পসম্মত সিনেমাটি তৈরি করা যায়। ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি প্রথম ঢাকায় প্রদর্শিত হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি মাসে, ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একই সময়ে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয় কলকাতায়। তবে মজার বিষয় হল, ঢাকা এবং কলকাতার আগে ২০২৩ সালে এই সিনেমার প্রিমিয়ার হয়েছিল ভারতের মুম্বাই শহরে। এ বিষয়ে আরো কিছু তথ্য উপস্থাপন করতে চাই। এই সিনেমা ইউরোপের নানান শহরে দেখানো হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রেও এই সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছিল। এছাড়া রাশিয়া, স্পেন, মেক্সিকো, টরেন্টো এবং চীনের...