নিজস্ব প্রতিবেদক : ভারতের সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং হিন্দু সম্প্রদায়ের উপর ভুল তথ্য ছড়াচ্ছে, যা ভারত ও বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ। মাইক্রোসফটের একটি সমীক্ষায় দেখা গেছে যে, বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোর ক্ষেত্রে ভারত শীর্ষস্থানে রয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদমাধ্যমগুলো সয়লাব হয়ে গেছে। বিশেষ করে গত ৫ আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের ভুয়া গুজব ছড়িয়ে ভারতের একাধিক মূলধারার সংবাদমাধ্যম চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। টাইমস্ অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডের মতো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। তিনি আরও উল্লেখ করেছেন যে,...