নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীন land.gov.bd এবং etax.land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এখন ঘরে বসেই খুব সহজে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দেওয়া যাচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার এই সুবিধা চালু করেছে, যাতে জনগণকে আর ইউনিয়ন ভূমি অফিসে ঘুরতে না হয়। প্রথমে ব্যবহারকারীকে etax.land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে “নিবন্ধন করুন” অপশনে ক্লিক করে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর (NID), মোবাইল নম্বর, ঠিকানা ও ইমেইল (যদি থাকে) দিয়ে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। এরপর মোবাইলে পাঠানো একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) দিয়ে যাচাই শেষ হলে আপনার অনলাইন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টে লগইন করার পর আপনাকে আপনার জমির তথ্য যুক্ত করতে হবে। এর জন্য “জমি যোগ করুন” অপশনে...