তামিম ইকবালকে ঘিরে জমে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আলোচনা-সমালোচনায় মাতিয়ে রেখেছেন ক্রিকেটপাড়া। প্রথমে বিসিবি সভাপতি পদে লড়ার কথা থাকলেও শোনা যায় সমঝোতার কথা। এবার পুরোপুরি নির্বাচন থেকেই সরে দাঁড়ালেন তামিম। আজ বুধবার (১ অক্টোবর) নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম। তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সরে দাঁড়ান আরও বেশ কয়েকজন। সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো প্রার্থিরা নিজেদের গুটিয়ে নিয়েছেন। গত ১৫ বছর ধরে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আসন্ন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তামিম ইকবাল বনাম আমিনুল ইসলাম বুলবুলের লড়াই যখন...