০১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের পরিচালিত ‘হাসপাতাল সমাজসেবা কার্যক্রম’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা, যা দরিদ্র, অসহায় ও আর্ত-মানবতার সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য সচিব বলেন, হাসপাতালে ভর্তি হওয়া বিপুলসংখ্যক রোগীর আর্থিক সহায়তা প্রয়োজন হয়। পাশাপাশি অনেকের মোটিভেশন, কাউন্সেলিং, ফলোআপ কিংবা চিকিৎসা শেষে পুনর্বাসনের মতো সামাজিক সেবারও দরকার হয়। এজন্য হাসপাতালকেন্দ্রিক কার্যক্রমে দুই মন্ত্রণালয়ের...