০১ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান ভারতীয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। এবার সেই রহস্যের জট খুলতে আরও এক ধাপ আগালো তদন্ত। জুবিনের মৃত্যুর তদন্তে এবার সিঙ্গাপুরে যাচ্ছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আসামের ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি টিম। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে এই বিশেষ টিম তদন্তের কাজ চালাবে। জুবিন গর্গের মৃত্যুর সময় তিনি একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। ঘটনার দিন বিকালেই তার শো ছিল। কিন্তু তার আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে...