নিজস্ব প্রতিবেদক : বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এ ক্রিকেটার।একসময় তামিম বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে এখন নিজ থেকেই সরে দাঁড়ালেন তামিম। এর আগে খবর এসেছিল, সরকারি হস্তক্ষেপের অভিযোগে বিসিবি নির্বাচন বয়কট করতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১২-১৩টি ক্লাব। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে নাম উঠে আসা ১৫টি ক্লাব এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্দেশনা দেন হাইকোর্ট। এদের মধ্যে তামিম ইকবালের সংশ্লিষ্ট ক্লাবও ছিল। এরই প্রেক্ষিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দিয়েছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন কয়েকটি ক্লাব। এবার বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তামিম। বিগত আওয়ামী লিগ সরকারের সময়ে বিভিন্ন সুবিধা নিয়ে...