দলিল না থাকলেও জমির মালিক হওয়া যায়—শুনে অবাক লাগছে?হ্যাঁ, বাংলাদেশে জমির মালিকানা প্রমাণের জন্য শুধু দলিলই নয়, আরও কিছু সরকারি স্বীকৃত নথিপত্র মালিকানা নিশ্চিত করতে পারে। সুপ্রিম কোর্টের রায় ও বর্তমান ভূমি ব্যবস্থাপনার আলোকে এখন পাঁচটি মূল প্রমাণের ভিত্তিতেই আইনি স্বীকৃতি পাওয়া সম্ভব। অনেক সময় দলিল হারিয়ে যায়, অগ্নিকাণ্ডে নষ্ট হয়, কিংবা পারিবারিক শত্রুতার কারণে গায়েব করে দেওয়া হয়। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই—যদি নিচের পাঁচটি নথি আপনার কাছে থাকে, তবে আইনের চোখে আপনিই জমির বৈধ মালিক। *১. খতিয়ান (CS, SA, RS, BS ইত্যাদি)সরকারি জরিপ অনুযায়ী জমির মালিকানা, দাগ নম্বর, পরিমাণ, সীমানা ও খাজনা সংক্রান্ত তথ্য থাকে খতিয়ানে। এটি মালিকানার প্রাচীনতম ও প্রধান প্রমাণ। *২. নামজারি/খারিজ (Mutation Record)জমি ক্রয় বা উত্তরাধিকারসূত্রে পাওয়ার পর নিজের নামে সরকারি খতিয়ানে নাম...