চীনের প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো বহুল প্রতীক্ষিত পোভা ৫জি সিরিজ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে এক গ্র্যান্ড অনুষ্ঠানের মাধ্যমে সিরিজটি বাজারে আনা হয়। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশকে ফাইভজি ও এআই-নির্ভর ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে নতুন এক মাইলফলক হিসেবে পোভা ৫জি সিরিজ উন্মোচন করা হয়েছে। ‘বর্ন টু বি ইউনিক’ ট্যাগলাইনে বাজারে আসা এই লাইনআপে থাকছে তিনটি মডেল-পোভা ৭ প্রো ৫জি, পোভা স্লিম ৫জি ও পোভা কার্ড ৫জি। ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন, স্ট্যাটাস লাইট, ডায়মেনসিটি ৭৩০০ আল্টিমেট প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিনসহ এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ১৪৪ হার্জ ডিসপ্লে। শক্তির জন্য থাকছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জ ও ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং। ফোনটির দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।...