তামিম ইকবাল মহাসমারোহেই বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তার পর থেকে তিনি নানা কার্যক্রমে জানান দিচ্ছিলেন নিজের উপস্থিতি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে। আজ সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি বিসিবিতে আসেন। আজ ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া যে কারো বিসিবিতে উপস্থিতি মানেই নির্বাচন থেকে সরে যাওয়া, বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না। তামিম যখন এলেন, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা। শেষমেশ তাই হলো। তামিম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করলেন, তিনি বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আর। তামিমের আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে বলা, কিংবা তার আগে বিসিবিতে আসা… এসবের আগ থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল তার সরে যাওয়ার। নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ প্রতিবাদে আজ অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা সরে দাঁড়ানোর...