বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের যার অভিনয়শৈলী দশকের পর দশক ধরে দর্শক হৃদয় জয় করে চলেছেন। পর্দায় যিনি অসংখ্য চরিত্রে প্রাণ দিয়েছেন, ঠিক তেমনই বাস্তব জীবনেও তিনি এক অনন্য উজ্জ্বল— একজন স্বামী হিসেবে। অভিনেতা বিয়ে করেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কিরণ খেরকে। বলি বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী রানী মুখার্জি, শাহেনশাহ অমিতাভ বচ্চনের মতো বলিউডের প্রায় সব মহাতারকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবু অনুপম খেরের জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী চরিত্রটি ছিল— কিরণ খেরের পাশে একজন জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকা। এর মধ্যেই তারা দাম্পত্যজীবনে ৪০ বছর পেরিয়ে গেছেন । সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের বলেন, কিরণ আর আমি আমাদের বিবাহিত জীবনের ৪০ বছর পূর্ণ করেছি। আমরা সবসময় একসঙ্গে ছিলাম না। কিরণ ১০ বছর এমপি ছিল, তাই ও যেত-আসত। তিনি বলেন, আমি তখন...