বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আজ বুধবার। এই দিনেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি আজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। আজ ১ অক্টোবর বুধবার সকাল ১০টায় বিসিবির নির্বাচনী কার্যালয় খোলা হওয়ার মিনিট বিশেক পরই তামিম সেখানে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় আছে। দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন আছে, তামিমের মতো আরও অন্তত আটজন প্রার্থী নির্বাচন থেকে সরে যেতে পারেন। দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিমের ক্যারিয়ারের শেষটা ভালো হয়নি। চরম নাটকীয়তার মাঝে তিনি ক্রিকেটকে বিদায় জানান। এরপর চেয়েছিলেন বিসিবিতে এসে ক্রিকেটে অবদান রাখতে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। তবে...