এশিয়া কাপ শেষ, কিন্তু বাংলাদেশ দল দেশে ফিরেনি। দুবাইয়ে অপেক্ষা করছে নতুন দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ আফগানিস্তানের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ। বৃহস্পতিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, আর বাংলাদেশ অলরাউন্ডার সাইফ হাসানের লক্ষ্য একটাই: প্রথম ম্যাচ জেতা, যাতে সিরিজে এগিয়ে যাওয়া সম্ভব হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপে সাইফ বলেন, “সব কিছু প্রথম ম্যাচে নির্ভর করছে। যদি শুরুটা ভালো হয়, ইনশাআল্লাহ সিরিজও আমাদের। আফগান দলে কয়েকজন মিস্ট্রি স্পিনার আছে, যা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা প্রস্তুত। আশা করি পুরো সিরিজ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।” সাম্প্রতিক এশিয়া কাপে আফগানদের হারানোর স্মৃতি সাইফকে আরও আত্মবিশ্বাসী করেছে। তিনি বলেন, “ওরা আমাদের সাথে কত ম্যাচ জিতছে জানি না, কিন্তু আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলি, নির্দিষ্ট দিনে যেকোনো দলকে হারানো সম্ভব। স্ট্রেংথ আর উইকনেস দুটো নিয়েই আমাদের ফোকাস।” এশিয়া...