এ ছাড়া মিরপুরে দেখা গেল সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরুদের মতো হেভিওয়েট প্রার্থীদেরও। ধারণা করা হচ্ছে তারাও পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এরই মধ্যে বিসিবি নির্বচন থেকে মনোনায়ন প্রত্যাহার করে নিলে তিনি। বুধবার (১ অক্টোবর) দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থীতা বাতিলের শেষ সময়। এই সময়ের কিছুক্ষন আগেই সরে দাঁড়ালেন তামিম। এ ছাড়া মিরপুরে দেখা গেল সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরুদের মতো হেভিওয়েট প্রার্থীদেরও। ধারণা করা হচ্ছে তারাও পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০...