নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস–এর একটি বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট, যা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর অধীন ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম। বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে—ড. ইউনূস নাকি আওয়ামী লীগের ওপর ‘কার্যক্রম নিষেধাজ্ঞা’ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। অথচ বাস্তবে তিনি এমন কোনো বক্তব্য দেননি। বরং তার বক্তব্য ছিল ঠিক বিপরীত। প্রধান উপদেষ্টা বলেন, "কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না। অন্যথায়, আমরা নির্বাচন করতে পারবো না।" তিনি ইঙ্গিত দেন, নিষেধাজ্ঞা বজায় থাকলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। তবে কোনো জায়গায় তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেননি। এ বিষয়ে ড. ইউনূসের আরও বক্তব্য পাওয়া যায় জাতিসংঘ সাধারণ পরিষদের...