লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, তিনি মোটেও কোচিং মিস করছেন না। ২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর থেকেই ভিন্ন এক জীবন উপভোগ করছেন ৫৮ বছর বয়সী এই সাবেক জার্মান কোচ। তিনি নিজের মতো করে সময় কাটাতে পারছেন- এটাতেই তার আনন্দ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘২৫ বছরে মাত্র দুটি বিয়েতে উপস্থিত হতে পেরেছি—একবার নিজের, আরেকবার দুই মাস আগে। ২৫ বছরে মাত্র চারবার সিনেমা দেখেছি, সবকটাই গত আট সপ্তাহে। এখন সত্যিই ভালো লাগছে এগুলো করার সুযোগ পেয়ে। এখন আমি যখন চাই, তখন ছুটি কাটাতে পারি।’ কোচিংয়ে ফেরার প্রসঙ্গে তিনি জানান, ‘আপাতত এমন ইচ্ছা নেই। এখন কিছুই মিস করছি না। তবে ভবিষ্যতে কী হবে বলা মুশকিল। আমি এখন ৫৮। যদি ৬৫ বছরে ফিরে আসি, মানুষ বলবে, তুমি তো...