এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মিটছে না। ভারত এশিয়া কাপ জিচলেও ট্রফি ও মেডেল পায়ন মঙ্গলবার দুবাইতেএশিয়ান ক্রিকেট কাউন্সিলবা এসিসি-র বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মতবিরোধ আবার সামনে আসে। এসিসি-র সভাপতি মহসিন নাকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারত তাই এশিয়া কাপ জেতার পরেও তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। আর নাকভিও অন্য কাউকে দিয়ে ট্রফি বা ভারতীয় প্লেয়ারদের মেডেল দিতে রাজি হননি। ফলেট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটাররা পায়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দুই প্রতিনিধি রাজীব শুক্ল ও আশিস সেলার এসিসি-র বৈঠকে বলেন, ট্রফিটা নাকভির সম্পত্তি নয় যে তিনি সেটা নিয়ে চলে যাবেন। ভারতের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে হবে। নাকবি প্রথমে বলেন, বৈঠকের এজেন্ডায় বিষয়টি নেই। কিন্তু রাজীব শুক্ল বারবার এই দাবি তুলতে...