নারী ওয়ানডে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত দারুণ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের দল লঙ্কানদের ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল দাপটের সঙ্গে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমে ছন্দে থাকলেও মাঝপথে বড় ধাক্কা খায় ভারত। ১২০ রানে মাত্র দুই উইকেট হারানোর পর হঠাৎ ১১ বলে চার উইকেট হারিয়ে ১২৪ রানে নেমে আসে দলের সংগ্রহ। ইনোকা রানাভিরার ঘূর্ণিতে তখন চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখানেই জ্বলে ওঠেন অমনজোত কৌর ও দীপ্তি শর্মা। তাদের ১০৩ রানের দুর্দান্ত জুটি দলকে টেনে তোলে বিপদ থেকে। অমনজোত খেলেন দায়িত্বশীল ৫৭ রানের ইনিংস, দীপ্তি তুলে নেন ৫৩ রান। শেষ দিকে স্নেহ রানার ঝোড়ো ১৫ বলে ২৮ রানে ভর করে ভারত নির্ধারিত ৪৭ ওভারে দাঁড় করায় ২৬৯ রানের...