‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২৭ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ এই পথচলায় দর্শকদেরকে অসংখ্য জনপ্রিয় অনুষ্ঠান উপহার দিয়েছে চ্যানেল আই। ইমপ্রেস টেলিফিল্মও নির্মাণ করেছে একের পর এক ভিন্ন ধারার চলচ্চিত্র। ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই, আর ইমপ্রেস টেলিফিল্ম এককভাবে চলচ্চিত্র প্রযোজনায় আসে ২০০৩ সালে। এরপর ইমপ্রেসের ব্যানারে তৈরি হয়েছে বহু আলোচিত এবং প্রশংসিত ছবি। দেশের সাংস্কৃতিক বিকাশ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইমপ্রেস কাজ করে যাচ্ছে। চলচ্চিত্রের উন্নয়ন অগ্রযাত্রায় ইমপ্রেস টেলিফিল্ম অভূতপূর্ব অবদান রেখেছে। চ্যানেল আইয়ের ২৭ বছরে ইমপ্রেস টেলিফিল্মের ২৭টি আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এই ফিচার: রক্তজবা২০২৩ সালে মুক্তি পাওয়া তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার দ্বিতীয় ছবি ‘রক্তজবা’।...