সংখ্যালঘু বলে কোন শব্দ নেই, আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের নিয়ে সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত দুর্গা পূজায় সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দিতে আমরা মাঠে রয়েছি। কথাগুলো বলেছেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তিনি আরও বলেছেন-আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন দেখছেন, দেশের সকলকে নিয়ে সবধরনের ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার জন্য তিনি (সোবহান) সকলের প্রতি অনুরোধ করেন। মঙ্গলবার বিকেল থেকে রাত দশটা পর্যন্ত বরিশালের গৌরনদী বন্দর, উপজেলার মাহিলাড়া, বাটাজোর, সরিকল ও নলচিড়া ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দির...