বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা থেকে সরে দাঁড়ান তিনি। তামিম ইকবাল শুরুতে বোর্ডে সরাসরি যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশের অন্যতম সফল এই ক্রিকেটার। বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১ অক্টোবর। ঠিক শেষ দিনেই প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তামিম। খেলোয়াড়ি জীবনের বিদায়ঘণ্টা বাজানোর পর দেশের ক্রিকেটে নতুনভাবে অবদান রাখতে চেয়েছিলেন তামিম। বিশেষ করে বোর্ড পরিচালনায় এসে ক্রিকেট অপারেশনসকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা ছিল তার। তবে এবারের নির্বাচনে আর সেই সুযোগ নিচ্ছেন না তিনি।...