আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থীতা বাতিলের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পরিচালক হয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছিলেন তামিম। নির্বাচনে অংশ নিতে কয়েকদিন ধরে প্রচারণাও চালাচ্ছিলেন। তবে গতকাল গুঞ্জন ওঠে, আজ প্রার্থীতা বাতিল করতে পারেন তামিম। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হয়েছে। আজ সকালে মিরপুরে হাজির হয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। কয়েকদিন ধরেই তামিমের বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছি। বিশেষ করে সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানের বিতর্কও ওঠে। শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে...