এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা সুপার ফোরে থামলেও এখনও সংযুক্ত আরব আমিরাতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অবশ্য জাকের আলী-তানজিদ হাসান তামিমরা দেশে ফিরবেই বা কীভাবে? আগামীকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর সবগুলো ম্যাচই হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। বাংলাদেশের এশিয়া কাপের দলটাই খেলবে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। পরিবর্তন বলতে, চোটে থাকা অধিনায়ক লিটন দাসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন সৌম্য সরকার। ফের দেশের জার্সি গায়ে তোলার সুযোগ পেলেও ভিসা জটিলতায় এখনো দলের সঙ্গেই যোগ দিতে পারেননি সৌম্য। এ কারণে সিরিজের শুরুতে বাঁহাতি ব্যাটসম্যানকে নাও দেখা যেতে পারে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘এখনও ও (সৌম্য) ভিসা পায়নি। আমরা অপেক্ষায় আছি। আগামীকাল যদি...