তিনি আরও বলেন, ‘আমি আমার শৈশব থেকে তাকে সব কিছু দিয়েছি, আজও আমি তাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি শতভাগ কষ্টে আছি। কারণ আমি তো এসব গুঞ্জনের কথা শুনি। তবে আমি অনেক শক্ত। কারণ আমার পাশে আমার সন্তানরা আছে।মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর পরকীয়া সম্পর্কের গুঞ্জন উড়ছে। যদিও এই অভিনেত্রীর নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে সুনীতা আহুজা বলেন, ‘এই সময়ে যেসব মেয়ে স্ট্রাগল করতে আসে, তাদের অনেকেরই ‘সুগার ড্যাডি’ রয়েছে। কিছু মেয়ে ভাবে, এভাবে তারা সংসার চালাবে, পকেটমানির ব্যবস্থা করবে। যতক্ষণ না আমি ধরে ফেলি, ততক্ষণ ঠিক আছে। কিন্তু যদি ধরি, তাহলে মনে রেখো, আমার হাতে সানি দেওলের ৫ কেজি ওজনের হাত আছে।’ মারাঠি এক তরুণ অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর পরকীয়া সম্পর্কের গুঞ্জন উড়ছে। যদিও এই অভিনেত্রীর নাম-পরিচয় জানা...