০১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হয় মেধাতালিকার ভিত্তিতে। এক্ষেত্রে গুরুত্ব পায় শিক্ষার্থীর একাডেমিক ফলাফলসহ বাড়ির দূরত্ব ও আর্থিক অবস্থা। তবে মেধাতালিকায় না থেকেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে থাকেন ক্যাম্পাসে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনের নেতারা। সংশ্লিষ্টদের মতামত, আবাসিক হলে প্রশাসনের সঠিক তদারকি নেই বলেই এমন অবস্থা। তবে হলে অবস্থান করা ছাত্রসংগঠনের নেতারা বলছেন, রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে বা অবৈধভাবে হলে থাকছেন না। কতৃপক্ষ বলছে, সাধারণ শিক্ষার্থীদের মতো করেই ‘বিশেষ বিবেচনায়’ আবাসিক হলে আসন পেয়েছেন তারা। মেধাতালিকায় না থাকার পরেও কোন বিবেচনায় রাজনৈতিক সংগঠনের নেতারা হলে থাকছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোহরাওয়ার্দী হলে মেধাতালিকায় আসন বরাদ্দ পান নি নেয়ামত উল্লাহ (আবরার ফারাবি)। তবে তিনি দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী হলে অবস্থান...