ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আমেরিকা (ফেড) পলিসি রেট বা নীতি সুদ হার ২৫ পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ২৫ পয়েন্টে নামিয়ে এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আমেরিকা (ফেড) পলিসি রেট বা নীতি সুদ হার ২৫ পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ২৫ পয়েন্টে নামিয়ে এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক গত ৯ মাসের মধ্যে এ প্রথম নীতি সুদ হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফেড চেয়ারম্যান জোরাম পাওয়েল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অক্টোবর এবং ডিসেম্বর মাসে নীতি সুদ হার আরো কমতে পারে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শ্রমবাজারে ক্রমবর্ধমান দুর্বলতা এখন তার ও তার সহকর্মীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম অনেক দিন ধরেই নীতি সুদ হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভ ব্যাংক অব আমেরিকাকে চাপ দিয়ে আসছিলেন। তার বক্তব্য হচ্ছে নীতি সুদ...