নিজস্ব প্রতিবেদক : পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ সহজে যেতে পারে না বা যাওয়া সম্ভব নয়, কিছু স্থান রহস্যময় এবং বিপদজনক। ১. নর্থ সেন্টিনেল আইল্যান্ড (North Sentinel Island): ভারত মহাসাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপটি এখনো প্রস্তর যুগে আটকা পড়ে আছে। এই দ্বীপে বসবাসকারী সেন্টিনেল উপজাতি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং যেকোনো বহিরাগতকে দেখামাত্র হত্যা করে। ২০০৬ সালে কিছু জেলে ভুল করে এই দ্বীপে পৌঁছালে আদিবাসীরা কোনো সতর্কতা ছাড়াই তাদের হত্যা করেছিল। ভারতীয় নৌবাহিনী হেলিকপ্টার নিয়ে তাদের মৃতদেহ আনতে গেলে আদিবাসীরা তীর-ধনুক দিয়ে তাদের আক্রমণ করে। এই উপজাতি আজও কারো সাথে যোগাযোগ রাখতে চায় না। ভারত সরকার বাইরের কোনো ব্যক্তির এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। ২. স্নেক আইল্যান্ড (Snake Island): ব্রাজিলের উপকূলের ঠিক পাশে অবস্থিত এই দ্বীপটিকে সাধারণত...