গতকাল থেকে শুরু হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মূল আয়োজক ভারত ও শ্রীলংকা। গতকাল থেকে শুরু হয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মূল আয়োজক ভারত ও শ্রীলংকা। ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকাও। গত আসরের মত এবারের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা। ওয়েস্ট ইন্ডিজকে রান রেটে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশ মূল আসরে খেলার সুযোগ পেয়েছে। বাছাই পর্বে বাংলাদেশের সেরা ছিলেন শারমিন আক্তার সুপ্তা। ৫ ম্যাচে করেছিলেন ২৬৬ রান। যেখানে থাইল্যান্ডের সাথে ৯৪ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস খেলেছিলেন। বাছাই পর্বের টুর্নামেন্টের সেরা দলেও ছিলেন বাংলাদেশের এই ব্যাটসম্যান। বিশ্বকাপের টিকেট পাওয়ার পর গত বছরের নভেম্বরে...