শারদীয় দুর্গোৎসব ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদেশের মানুষ বারবার ষড়যন্ত্রের জাল ছিন্ন করেছে, এবারও সফল হতে দেব না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত দুর্গাপূজা পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। সেলিম বলেন, বাংলাদেশে এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি পরাজিত শক্তি নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল। কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। দেশবাসী ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে। তিনি আরও বলেন, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে কিন্তু সব ষড়যন্ত্রের বেড়াজালকে বারবার ছিন্ন করেছে এ দেশের সব ধর্ম-বর্ণের মানুষ। দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপপ্রচার ও...