ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে আবারও পেলেন গোলের দেখা; করলেন হ্যাটট্রিকও। তার নৈপুণ্যে কাজাখস্তানের কয়রাত আলমাতিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতেছে জাবি আলোনসোর দল। এমবাপ্পের তিন গোল ছাড়াও তালিকায় নাম লেখান এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস। দুই ম্যাচে দুটি জয় নিয়ে ৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল। বিপরীতে টানা দুই ম্যাচ হেরে একেবারে তলানিতে আলমাতি। আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারের হতাশা আর দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে শুরুটা কিছুটা নড়বড়ে ছিল রেয়ালের। প্রথম মিনিটেই গোল হজম করতে বসেছিল তারা; তবে দাস্তানের হেড গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে জমা পড়ায় বেঁচে যায় সফরকারীরা। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে রিয়াল। ২৫তম মিনিটে আসে প্রথম গোল। ডি-বক্সে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ফাউল করায় পেনাল্টি পায়...