ঢাকা: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী।বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন তামিম। তখন থেকেই গুঞ্জন ছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করতেই এসেছেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তামিম ইকবাল। নির্বাচনের প্রক্রিয়া ও নানা অনিয়ম নিয়ে গত কয়েকদিন ধরেই তিনি ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।আজ দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। দুপুর ২টায় প্রকাশ হবে পরিচালক পদে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। গুঞ্জন রয়েছে, তামিমের পাশাপাশি আরও কয়েকজন প্রার্থীও সরে দাঁড়াতে পারেন।তামিমের সঙ্গে একই দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও...