কবি ও সাংবাদিক রফিক মুয়াজ্জিনের কথায় সুরারোপ করেছেন শিল্পী নিজেই। সংগীত আয়োজন করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক শিবলু মাহমুদ। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে এ মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। কোরিওগ্রাফি ও ভিডিও ডিরেকশন দিয়েছেন মডেল ডি এইচ কবির খান। নৃত্য পরিবেশন করেছে ডি এইচ টিম। প্রযোজনা করেছেন এফ কে বাবু। মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে এফকে মিউজিক ভিডিও স্টেশন ইউটিউব চ্যানেলে। এ গান সম্পর্কে কণ্ঠশিল্পী মামুন মণ্ডল বলেন, ‘আমার প্রথম ভোট’ ব্যতিক্রম ধরনের গান। আশা করছি, এটি দর্শক-শ্রোতাদের মনে স্থান করে নেবে। আরও পড়ুন:নিরস্ত্র মানুষের ওপর...