বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (০১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের দিনে খুব সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে নিজের মনোনয়ন তুলে নেন তামিম। নিজে নিশ্চিত করেছেন এ খবর। ক্লাব ক্যাটেগরি থেকে মনোনয়ন তুলে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তামিম। কাউন্সিলর হয়েছিলেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে। নির্বাচনে নোংরামি হচ্ছে এমন অভিযোগ অনেক আগেই করে এসেছিলেন তিনি। সরে যেতে পারেন এমন আগাম বার্তাও দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত তাই করলেন।আরো পড়ুন:৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিমদুই দিনের মধ্যে নির্বাচক থেকে পরিচালক রাজ্জাক ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিম শুধু তামিম-ই নন, ক্লাব ক্যাটেগরি থেকে মনোনয়ন তোলা আরো অনেকেই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই তালিকায় আছেন, রফিকুল ইসলাম বাবু,...