চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে অন্যতম অসম লড়াই হিসেবে তুলনা করা হচ্ছিল রেয়াল মাদ্রিদ-কাইরাতের ম্যাচটিকে। একদিকে নামে-ভারে, ঐতিহ্যে বা শক্তিতে এগিয়ে থাকা মাদ্রিদ, অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলতে আসা কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতি। এ ম্যাচে যে শাবি আলোনসোর দল বড় জয় পাবে, সেটাই ছিল অনুমেয়। তবে একটা শঙ্কা ছিল। এ ম্যাচের আগে গত শনিবার রাতে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ায় রেয়াল মাদ্রিদের আত্মবিশ্বাস কিছুটা হলেও কমার কথা। তবে সেটা প্রভাব ফেলেনি গতকালের ম্যাচে। পাভলোদার সেন্ট্রাল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ভর করে কাইরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শাবির দল। মাদ্রিদের হয়ে অন্য দুটি গোল করেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস। গতকালের হ্যাটট্রিকে একটা রেকর্ডে নাম উঠেছে এমবাপ্পের। চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচে এটি ফরাসি স্ট্রাইকারের তৃতীয় হ্যাটট্রিক, যা টুর্নামেন্ট...