নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় মেয়াদে ভারতের প্রতি নেওয়া বিভিন্ন পদক্ষেপ ভারতীয় অর্থনীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। প্রথম মেয়াদে ট্রাম্প চীন থেকে আমেরিকার উৎপাদন ভারতে স্থানান্তরের প্রলোভন দেখালেও কথা রাখেননি। উল্টো তিনি ভারতের জিএসপি (Generalized System of Preferences) সুবিধা বাতিল করেন এবং ইরানের উপর থেকে তেল আমদানি কমানোর জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করেন। বর্তমানে ভারত-মার্কিন সম্পর্ক এক ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছে। ২০১৯ সালে টেক্সাসে 'হাউডি মোদি' এবং পরের বছর গুজরাটে 'নমস্তে ট্রাম্প' এর মতো জনসভা হলেও, ট্রাম্প নীরবে ভারতের জিএসপি সুবিধা বাতিল করে দেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেও মোদিকে একের পর এক কঠিন শর্তের বেড়াজালে আবদ্ধ করতে দেখা যাচ্ছে। গত সপ্তাহে ফোন করে মোদিকে তার ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর ট্রাম্প ভারতের উপর...