শারদীয় দুর্গোৎসবের মধ্যে প্রথমবার ছেলের মুখ দেখালেন কলকাতার অভিনেতা পররমব্রত চট্টোপাধ্যায়। আনন্দবাজার বলছে, পররমব্রত ও পিয়া চক্রবর্তী তাদের ছেলের নাম রেখেছেন নিষাদ, তবে পরমব্রত ছেলেকে ডাকেন ‘জুনিয়র’ বলে। ইনস্টাগ্রাম, ফেইসবুকে কদিন আগে ছেলের ছবি প্রকাশের পর পূজা মণ্ডপেও ছেলেকে নিয়ে ঘুরতে গেছেন এই দম্পতি। A post shared by Piya Chakraborty (@piya_chakraborty) জুন মাসের এক তারিখে পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন পরমব্রত ও পিয়া। ছেলের জন্মের আগে থেকেই পিতৃত্বকালীন ছুটিতে গেছেন পরমব্রত। তখন তিনি বলেছিলেন ছেলের বড় হওয়ার কয়েক মাস পর্যন্ত পরিবারকে সময় দিতে চান তিনি। শিশু সন্তানের যত্ন করার কাজটি পিয়ার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন এই অভিনেতা। পিয়া আনন্দবাজারকে বলেছেন, পররমব্রত সেই কথা রেখেছেন। আর সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়া তিন মাস বয়সী নিষাদের ছবিতে সবাই জানিয়েছেন ভালোবাসা। পিয়া বলেছেন ছেলে কার...