তিনি বলেন, তবে এ উদ্ভিদের সঠিক ব্যবহার নেই বলে অবহেলাজনিত কারণে প্রকৃতি থেকে উদ্ভিদটির আধিক্য কমে যাচ্ছে। উপকারী উদ্ভিদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেলে বুনো সবুজ নটেশাকসহ অন্যান্য উপকারী গাছের পুষ্টিগুণ মানুষের জন্য সহজলভ্য হবে এবং উপকারী উদ্ভিদের পর্যাপ্ততা বৃদ্ধি পাবে।ডা. সোহেল রানা বলেন, বুনো যে কোনো উদ্ভিদ খাওয়া বা ব্যবহারের আগে অবশ্যই সে উদ্ভিদ বিষয়ে যথেষ্ট জেনে নিতে হবে। প্রয়োজনে উদ্ভিদবিশারদ বা ইউনানি চিকিৎসকের পরামর্শ নিতে...