শেখ হাসিনা তার শাসনামলে ১৫ বছর ধরে জঙ্গি নাটক, জোরপূর্বক অপহরণ ও পাতানো নির্বাচনসহ যা কিছু করেছেন, তার মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা, এমন বক্তব্য দিয়েছেন হাসিনার গণহত্যা মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। মামলায় রাষ্ট্রপক্ষের ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে আলমগীর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো জবানবন্দি দেন। এসময় তিনি বলেন, আমার তদন্তকালে আমি পেয়েছি হাসিনার সরকার যত খুন, জখম, অপহরণ ও নির্যাতন করেছে তার মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মো. আলমগীর এসব কথা বলেন। এরপর তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মো. আমীর হোসেন। এ বিষয়ে আরও জেরার জন্যে আগামী সোমবার (৬ অক্টোবর) দিন ঠিক করেছেন আদালত। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ জবানবন্দি ও জেরা অনুষ্ঠিত...