০১ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণপাড়া পূজা মন্দির, দক্ষিণপাড়া যশাইতলা পূজা মন্দির এবং দক্ষিণপাড়া মাধাইদাস সাহা পূজা মন্দির পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। এসময় তিনি পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সাজসজ্জা ও পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. হান্নান, জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন, সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন, সাভার পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাসসহ আনসার-ভিডিপি কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সমাজসেবকরাও তাদের...