ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক তালিকায় রয়েছে কুষ্টিয়ার চাঁদ মানব উন্নয়ন সংস্থা নামের একটি প্রতিষ্ঠান। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই সংগঠনটি পরিচালিত হয়। প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া, রোজাদারদের ইফতার করানো, বন্যায় ত্রাণ বিতরণের মতো স্বেচ্ছাসেবামূলক কাজ করে তারা। প্রতিষ্ঠানটির সুনির্দিষ্ট কোনো কাজ নেই। যদিও নির্বাচন কমিশনের নির্বাচন পর্যবেক্ষক নীতিমালায় বলা হয়েছে- গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে এবং নিবন্ধিত গঠনতন্ত্রের মধ্যে এ বিষয়সহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান বিষয়ে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধকরণের অঙ্গীকার রয়েছে। কেবল সেসব বেসরকারি সংস্থা নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। নিজের সংগঠন নির্বাচন পর্যবেক্ষণের নিবন্ধন পেয়েছে, তা জানতেন না এই প্রতিষ্ঠানের প্রধান কামরুজ্জামান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সাংবাদিকরা সেখানে গেলে তিনি...