টানা দুই ম্যাচ জয়ের দেখা পেতে ব্যর্থ ইন্টার মায়ামি। সবশেষ ম্যাচে টরন্টো এফসির বিপক্ষে ড্রয়ের পর বুধবার (০১ অক্টোবর) শিকাগোর কাছে বড় ব্যবধানে হেরেছে মেসির ক্লাব। চেজ স্টেডিয়ামে শিকাগোর কাছে ৫-৩ গোলে হেরেছে মায়ামি।ম্যাচের শুরুতেই গোল হজম করতে বসছিল মায়ামি। তবে সে যাত্রায় দলকে রক্ষা করেন দলটির গোলরক্ষক অস্কার উস্তারি। তবে বেশিক্ষণ দলকে বাঁচিয়ে রাখতে পারেননি তিনি। ১১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি’আভিলা। ২০তম মিনিটে বেশ ভালো একটি ফ্রি-কিক মেসি নিলেও সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার।গোল করার পরিবর্তে উল্টো আরও একটি গোল হজম করে মায়ামি। ম্যাচের ৩১তম মিনিটে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন জোনাথান ডিন। মায়ামি হজম করে দ্বিতীয় গোল। ৩৯তম মিনিটে এক গোল শোধ দেন মায়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথম হাফ...