You promised the world and I fell for itI put you first and you adored itSet fires to my forestAnd you let it burnSang off key in my chorus সেলেনা গোমেজের লেখা বিখ্যাত গান বাংলা করলে দাঁড়ায়—তুমি আমাকে ভালোবাসতে হারিয়ে যাও। Lose You to Love Me – এই লাইনগুলো দিয়েই শুরু করছি আজকের লেখা। আজকের ক্ষুদ্র আয়োজন গায়িকা, গীতিকার, নায়িকা, প্রযোজক, উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার সেলেনা গোমেজের কথা। মাত্র ৩২ বছর বয়সে তিনি নাম লিখিয়েছেন ‘সেলফ-মেড’ তরুণ বিলিয়নিয়ারদের তালিকায়। তাঁর পরিচয় দেবার প্রয়োজন নেই। এই ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টির শান্ত শহর মন্টেসিটোতে, এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন—হলিউড সুপারস্টার সেলেনা গোমেজ ও জনপ্রিয় গায়ক-প্রযোজক বেনি ব্লাঙ্কো। এটি কেবল একটি বিয়ে নয়, বরং এক দীর্ঘ...