চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকে গত এক বছর চাঁদপুর জেলার সবগুলো নির্বাচনী এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব বিরাজ করছে। তেমনি চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকায় দীর্ঘ ১৬ বছর ধরে চলা সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার অনুসারীদের হামলা-মামলা, জুলুম এবং নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছেন ভিন্নমতের লোকজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারির অনেকে মিলে গত ফেব্রুয়ারিতে গড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এ দলটিকে এখনো নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে না। এদিকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই থাকেন নির্বাচনী এলাকার বাইরে। বিশেষ করে ছুটির দিনগুলোতে তারা আসেন এলাকায়। সম্প্রতি নির্বাচনী তফসিলের সম্ভাব্য সময় ঘোষণার পর নেতাদের আগমন বেড়েছে...