শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে না হওয়ার উদ্দেশ্যে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার অষ্টমীর দিনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “খাগড়াছড়ি ও গুইমারার ঘটনাগুলো ঘটানো হয়েছিল যাতে পূজাটা ভালোভাবে না হয়। কিছু সংখ্যক সন্ত্রাসী এ চেষ্টা চালালেও তাদের প্রতিহত করা হয়েছে। পূজা সুন্দরভাবে চলছে।” তিনি আরও বলেন, “সন্ত্রাসীরা সব জায়গায় চেষ্টা করবে। তাদের মদদদাতা দেশের বাইরে রয়েছে।” সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হবে। গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ‘অচেতন অবস্থায়’ ক্ষেত থেকে উদ্ধারের ঘটনার পরপরই খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন তার বাবা ধর্ষণের অভিযোগে মামলা করলে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় একজনকে গ্রেপ্তার করে। এরপর ধর্ষণের প্রতিবাদে আন্দোলন শুরু...